Monday, September 16, 2024

রায় পরিবর্তন করে মৃত্যুদণ্ডের স্থলে যাবজ্জীবন

অর্থভুবন প্রতিবেদক

রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী চন্দনা হত্যা মামলায় স্বামী সাজু মিয়া ওরফে সাধনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় পরিবর্তন করে গতকাল এ রায় দেন বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহাম্মেদ হিরো, আবু নাসের স্বপন ও মির্জা মোহাম্মদ শোয়েব মুহিত। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নারগিস আক্তার। জাহিদ আহাম্মেদ বলেন, রায়ে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ পরিমার্জন করে এ রায় দিয়েছেন উচ্চ আদালত। ডেথ রেফারেন্স ও আসামির জেল আপিল খারিজ করা হয়েছে রায়ে। নারগিস আক্তার বলেন, দাম্পত্য কলহের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সাজু মিয়ার আকস্মিক আঘাতে চন্দনার মৃত্যু হয়। তাছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করেছেন বলে উল্লেখ রয়েছে; কিন্তু মামলার জব্দতালিকায় সেই কাঁচিরই কোনো অস্তিত্ব নেই। এসব বিষয় বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২২ এপ্রিল চন্দনার সঙ্গে সাজুর বিয়ে হয়; কিন্তু বনিবনা না হওয়ায় তিন মাসের মাথায় সাজুকে তালাক দেন চন্দনা। পারিবারিকভাবে মীমাংসা হলে ওই বছরের ২৮ অক্টোবর তাদের পুনরায় বিয়ে দেওয়া হয়। ২০১২ সালের ১৪ মে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। একপর্যায়ে সাজু কাঁচি দিয়ে চন্দনাকে হত্যা করেন।

এ মামলায় ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর সাজুর মৃত্যুদণ্ড দেন ঢাকার বিচারক মশিউর রহমান চৌধুরী। সেই মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। এদিকে আসামিও জেল থেকে আপিল করেন। এই ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে রায় দিলেন উচ্চ আদালত।

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here