Saturday, December 7, 2024

স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন বাঁচল স্বামীর

অর্থভুবন ডেস্ক

বছর দেড়েক আগে মাথা ঘুরানো ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন নেত্রকোনার জহিরুল হক জুনাইদ। পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে ধরা পড়ে তার দুটি কিডনিই বিকল। এখানে-সেখানে খোঁজ করেও যখন কিডনি মিলছিল না, তখন তার স্ত্রী সায়মা জাহান পলি নিজের একটি কিডনি দিতে এগিয়ে আসেন। তার দেওয়া কিডনিতে এখন সুস্থ হয়ে উঠছেন জহিরুল। ঘটনাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। জহিরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন।

জহিরুলের বাড়ি পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারে। তিনি ওই এলাকার মো. মোজাম্মেলন হক ও জয়নব আক্তার দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সবার বড়। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করা জহিরুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার স্ত্রী সায়মা জাহান নেত্রকোনা সরকারি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাশ করেছেন। জহিরুল ও সায়মা দম্পতির জুনাইনা জান্নাত রাইসা নামে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জহিরুল পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। গত বছরের ২৭ মে গ্রামের বাড়িতে এসে অসুস্থ হন তিনি। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার কিডনি রোগ ধরা পড়ে। এরপর সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে তিনি ডায়ালাইসিস করতে থাকেন। কিন্তু তার শারীরিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল। মাসখানেক আগে পরীক্ষা নিরীক্ষায় দেখা যায়, তার দুটি কিডনিই অচল হয়ে গেছে। এরপর বিভিন্ন কিডনি ব্যাংকে যোগাযোগ করেও কিডনি মিলছিল না। এ অবস্থায় স্বামীকে বাঁচাতে সায়মা নিজের একটি কিডনি দেন। ৫ সেপ্টেম্বর বিএসএমএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে এই কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে হাসপাতালের সপ্তম তলায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন জহিরুল।

জহিরুলের ছোট ভাই পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. আশিকুল হক জানান, তার ভাবি এখন কিছুটা সুস্থ। চিকিৎসকের পরামর্শে শনিবার হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন। আর ভাইয়ের অবস্থাও ভালোর দিকে। ভাবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমরা ভাই হয়ে যা পারিনি, ভাবি তা পেরেছেন। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।

এ বিষয়ে সায়মা জাহান বলেন, স্বামীকে নিজের কিডনি দিতে পেরে আমি গর্বিত। তিনি (স্বামী) সুস্থ হচ্ছেন দেখে খুবই ভালো লাগছে। এখন বাঁচলে দুজন বাঁচব আর মরলে দুজন মরব।

নারানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বেপারি বলেন, গৃহবধূ সায়মা নিজের একটি কিডনি স্বামীকে দিয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন। এটি সত্যিই একটি বিরল উদাহরণ। আশা করি তারা উভয়েই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here