Thursday, September 19, 2024

বসুন্ধরা গ্রুপের সহায়তা ভালো আছেন দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার

অর্থভুবন ডেস্ক 

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তালুক হাবু মাঝাপাড়া গ্রামের চার সন্তানের জনক দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার হোসেন। অভাব-অনটন ছিল তাঁর নিত্যসঙ্গী। স্ত্রী-সন্তান নিয়ে দিন কাটত খুব কষ্টে। বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ।

গত বছরের ৯ এপ্রিল রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তাঁকে দুটি ছাগল উপহার দেওয়া হয়। এ বছরের পয়লা মে থেকে আবারও তাঁর সন্তানদের পড়াশোনা করানোর জন্য বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মাসিক তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপের এসব সহায়তা পেয়ে সংসারে সচ্ছলতা এসেছে আনোয়ার হোসেনের। দুটি ছাগল থেকে এখন তাঁর আটটি ছাগল হয়েছে।
 
দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। আরেক মেয়ে ও ছেলেকে পড়াচ্ছেন। মেয়ের বিয়ের সময় ছাগল বিক্রি করে কিছু টাকা পেয়েছেন।

এক ছেলে ও তিন মেয়ে আনোয়ারের।

বড় মেয়ে আতিফাকে এসএসসি ও এইচএসসি পাস করার পর বিয়ে দিয়েছেন। দ্বিতীয় মেয়ে আয়শা সিদ্দিকা তালুক হাবু বিএম কলেজ থেকে এইচএসসি পাস করার পর বিয়ে দিয়েছেন। ছেলে আব্দুল লতিফ গঙ্গাচড়া তাকওয়া মাদরাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছেন। এখন রংপুর শহরের জুম্মাপাড়া কওমি মাদরাসায় কেতাব বিভাগে পড়ছেন। ছোট মেয়ে আশরাফিয়া তালুক হাবু দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ছে।
 
অন্ধ হলেও আনোয়ার কখনো ভিক্ষা করেননি। সংসারের হাল ধরতে গ্রামের বিভিন্ন হাটবাজারে ফেরি করে ইসলামিক বই, আতর, টুপি বিক্রি করে সংসার চালিয়েছেন। ছেলেমেয়ের পড়াশোনার জন্য বসুন্ধরা গ্রুপের সহযোগিতা খুব কাজে লেগেছে জানিয়ে আনোয়ার বলেন, ‘অন্ধ হলেও আমি কখনো ভিক্ষা করিনি। টুকটাক যা বেচাকেনা হতো, তা দিয়ে খেয়ে না খেয়ে সংসার চলত। কিন্তু বসুন্ধরা গ্রুপ আমার পাশে না দাঁড়ালে ছেলেমেয়ের পড়াশোনা করাতে পারতাম না। দুই মেয়েকে অনেকটুকু পড়িয়ে বিয়ে দিয়েছি। এক ছেলে ও এক মেয়েকে এখনো পড়াচ্ছি। প্রতি মাসে বসুন্ধরা গ্রুপ থেকে যে টাকা দেওয়া হয়, তা দিয়ে ছেলেমেয়ের পড়ার খরচ চলে। আমার মতো একজন দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। আল্লাহ তাদের ভালো করবেন। দোয়া করি, আল্লাহ বসুন্ধরা গ্রুপের সবাইকে নেক হায়াত দান করুন।’
spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here