অর্থভুবন ডেস্ক
রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার রাজশাহী মহানগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায় অবস্থিত বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কর্নার উদ্বোধন করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
তিনি আরও বলেন, আমেরিকান কর্নার কার্যক্রমের সূচনালগ্ন থেকেই জ্ঞানের বিস্তার ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখতে স্থানীয়দের জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কার্যকরভাবে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীরা আমেরিকায় উচ্চতর ডিগ্রি নিতে নানা সুযোগ-সুবিধা পান।
উল্লেখ্য রাজশাহীতে আমেরিকান কর্নার যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ উদ্যোগ।
এর আগে রাষ্ট্রদূত পিটার হাস সকালে বিমানযোগে রাজশাহীতে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ী ও টেরাকাটা মন্দির ঘুরে দেখেন। কর্মসূচি শেষে তিনি বিকালের বিমানে ঢাকায় ফেরেন।