অর্থভুবন ডেস্ক
সাভারের ফ্যান্টাসি কিংডমে এস কে মেশিনারিজ ও এস কে অটো হাউজের বার্ষিক হিসাব নবায়ন উৎসব এবং গ্রাহক সমাবেশ গত শুকবার অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন এস কে অটোহাউজের স্বাত্বাধিকারী হাজী কামাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সানডি গ্রুপ অব কোম্পানির প্রেসিডেন্ট চীন ফেং কোরলি। লিননেললী সেলস ম্যানেজার, সানডি গ্রুপঅব কোম্পানি, চীন। এস সাইফুর রহমান মৃধা-সাধারণ সম্পাদক-বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারিজ অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন। হাসান মঞ্জুর-কো-অডিনেটর- এস এ গ্রুপ অব কোম্পানিজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজী কামাল উদ্দিন আহমেদের স্ত্রী শাহিনুর আক্তার, ছেলে আসিফ আহমেদ ফুয়াদ, মেয়ে অনিকা ইবনাথ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন এস কে অটো হাউজের ম্যানেজার নাসির সজীব। এ ছাড়াও অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে বিশিষ্ট গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও গ্রাহকদের সম্মাননা প্রদান করা হয়। জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি।