অর্থভুবন প্রতিবেদক
দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড দেশের ইংরেজি মাধ্যম স্কুলে ১৫ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী শ্রেষ্ঠ ১০০ শিক্ষককে স্বীকৃতিস্বরূপ শিক্ষায় শ্রেষ্ঠত্ব পুরস্কার দিয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল।