Thursday, February 13, 2025

বেশি দামে ডলার কেনাবেচা করলে শাস্তি:গভর্নরের হুঁশিয়ারি

অর্থভুবন ডেস্ক

অধিক মুনাফার জন্য কয়েকটি ব্যাংক নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ডলার কেনাবেচা করছে। এতে বাজারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে, যা কাম্য নয়। ব্যাংকগুলো বেশি দামে ডলার বেচাকেনা বা কোনো প্রকার কারসাজি করলে শাস্তির আওতায় পড়তে হবে।

একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, বৈঠকে ব্যাংক খাতের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডলার দামের বিষয়ে সবাইকে (ব্যাংক মালিক, ব্যাংকার, ব্যবসায়ী) একসঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন গভর্নর। আমদানি রপ্তানির মাধ্যমে যেন অর্থ পাচার না হয়, সেদিকে কঠোর নজর রাখতে বলেছেন। এ ছাড়া এসএমইতে ঋণ বাড়াতেও তাগিদ দিয়েছেন তিনি। গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ডলার পরিস্থিতি বর্তমানে যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেভাবেই চলবে। এতে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হবে না। তবে দৈনন্দিন প্রয়োজনে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের সার্বিক অর্থনীতির অনেক কিছুই কেন্দ্রীয় ব্যাংকের হাতে নেই। যেগুলো আছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ মুহূর্তে অর্থনীতি বা ব্যাংকিং খাতে বড় ধরনের কোনো সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হবে না। জাতীয় নির্বাচনের পর এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

 

 
spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here