অর্থভুবন ডেস্ক
অধিক মুনাফার জন্য কয়েকটি ব্যাংক নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ডলার কেনাবেচা করছে। এতে বাজারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে, যা কাম্য নয়। ব্যাংকগুলো বেশি দামে ডলার বেচাকেনা বা কোনো প্রকার কারসাজি করলে শাস্তির আওতায় পড়তে হবে।
একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, বৈঠকে ব্যাংক খাতের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডলার দামের বিষয়ে সবাইকে (ব্যাংক মালিক, ব্যাংকার, ব্যবসায়ী) একসঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন গভর্নর। আমদানি রপ্তানির মাধ্যমে যেন অর্থ পাচার না হয়, সেদিকে কঠোর নজর রাখতে বলেছেন। এ ছাড়া এসএমইতে ঋণ বাড়াতেও তাগিদ দিয়েছেন তিনি। গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ডলার পরিস্থিতি বর্তমানে যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেভাবেই চলবে। এতে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হবে না। তবে দৈনন্দিন প্রয়োজনে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের সার্বিক অর্থনীতির অনেক কিছুই কেন্দ্রীয় ব্যাংকের হাতে নেই। যেগুলো আছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ মুহূর্তে অর্থনীতি বা ব্যাংকিং খাতে বড় ধরনের কোনো সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হবে না। জাতীয় নির্বাচনের পর এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।