অর্থভুবন ডেস্ক
বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ করে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, ‘যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা যেন কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সেক্টর কমান্ডারস ফোরামÑ মুক্তিযুদ্ধ ৭১’-এর জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, যারা চক্রান্ত করবে, তাদের বিরোধিতা করব। সম্মিলিত কাজ করে যেতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’ দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সব কাজে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ করে রাষ্ট্রপতি বলেন, ‘দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। জাতির পিতা ছিলেন এই আন্দোলনের মধ্যমণি ও নেতা।’ তিনি বলেন, ‘এটা অনস্বীকার্য যে, বাংলাদেশের রাজনীতিতে অনেক খেলা হয়েছে, অনেক নেতৃত্ব এসেছে। কিন্তু এই খেলায় বিজয়ী জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ছিলেন। তিনি জানতেন, কীভাবে ধারাবাহিকভাবে রাজনীতি করতে হয়। তিনি মানুষের অন্তরের কথা বুঝতেন এবং জানতেন।’
রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা জানেন, বঙ্গবন্ধু ছোটবেলায় অনেক মানবিক ছিলেন। যারা ক্ষুধার্ত, তাদের অন্ন দিতেন। তিনি প্রতিটি
ধাপে বাঙালি চেতনাকে লালন করেছেন।’ তিনি বলেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ কাক্সিক্ষত স্বাধীনতা লাভ করলেও স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত থেমে থাকেনি। তারা এখনো সক্রিয়।’
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সেক্টরস কমান্ডার্স ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, সেক্টর কমান্ডার্স ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব বক্তব্য রাখেন।