Sunday, September 15, 2024

এআই প্রযুক্তিতে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

অর্থভুবন প্রতিবেদক

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির স্টার্টআপ কোম্পানি এনথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন। মাইক্রোসফট, মেটা, গুগল ও এনভিডিয়ার মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। 

ই-কমার্স কোম্পানিটি বলছে, এনথ্রোপিকের কিছু শেয়ারের জন্য ১২৫ কোটি ডলার বিনিয়োগ করা হবে, যা পরে ৪০০ কোটি ডলার পর্যন্ত বাড়ানো হতে পারে। গুগলের বার্ড ও মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআইয়ের মতো এআইভিত্তিক চ্যাটবট চালায় এনথ্রোপিক।
প্রতিবেদনে বলা হয়, গুগলকেও বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করে এনথ্রোপিক। কোম্পানিটি আগামী দুই বছরে ৫০০ কোটি ডলার আয় করার পরিকল্পনা করছে। এই কোম্পানি এরই মধ্যে ক্লদ নামে নিজের চ্যাটবট তৈরি করেছে। এর দুটি ভার্সনও এসেছে। 

এ মাসের শুরুতে চ্যাটবটের ‘ক্লদ ২’ ভার্সনের জন্য প্রথম সাবস্ক্রিপশন চালু করে এনথ্রোপিক। ‘ক্লদ-নেক্সট’ নামে এর চেয়ে ১০ গুণ শক্তিশালী চ্যাটবট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি। 

এনথ্রোপিক ও অ্যামাজনের চুক্তির তথ্য অনুযায়ী, প্রাথমিক ক্লাউড পরিষেবা হিসেবে অ্যামাজনের ক্লাউড সার্ভিস (এডব্লিউএস) ব্যবহার করবে এনথ্রোপিক। ভবিষ্যৎ চ্যাটবট মডেলের ভিত্তি তৈরি, প্রশিক্ষণ ও বিস্তারে এডব্লিউএসের ট্রেইনিয়াম ও ইনফারেন্সিয়া চিপ ব্যবহার হবে। 

অ্যামাজনে প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এক বিবৃতি বলেন, এনথ্রোপিকের সঙ্গে চুক্তির ফলে স্বল্প ও দীর্ঘ মেয়াদে পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। 

স্পার্ক ক্যাপিটাল, সেলসফোর্স, সাউন্ড ভেঞ্চারস, মেনলো ভেঞ্চারস ও জুমের মতো কোম্পানিগুলোও এনথ্রোপিকের সমর্থক। কোম্পানিটি এখন পর্যন্ত প্রায় ২৭০ কোটি ডলার সংগ্রহ করেছে। এ বছরের মে মাসে এনথ্রোপিকের সম্পদমূল্য ছিল ৫০০ কোটি ডলার এবং তহবিলে ৪৫ কোটি ডলার সংরক্ষিত ছিল। 

এনথ্রোপিক এক বিবৃতি বলেছে, অত্যাধুনিক মডেলগুলো প্রশিক্ষণের জন্য ব্যাপক কম্পিউট পাওয়ার ও গবেষণা প্রোগ্রাম দরকার। অ্যামাজনের বিনিয়োগ ও এডব্লিউএসের ট্রেইনিয়াম এবং ইনফরেন্সিয়া চিপ এআই প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও গবেষণাকে এগিয়ে নেবে।

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here