অর্থভুবন প্রতিবেদক
সক্রেটিস একজন প্রখ্যাত দার্শনিক ছিলেন। তার জন্য একটি বাড়ি তৈরি হয়েছিল। বাড়িটি ছিল যেমনি ছোট, তেমনি সাদামাটা। আর বাড়িটিতে আসবাবপত্রও তেমন ছিল না। অত বড় নামকরা লোকের একটা তুচ্ছ বাড়ি দেখে একজন লোক আর চুপ করে থাকতে পারলেন না। তিনি সক্রেটিসের সামনেই মন্তব্য করে বসলেন, ‘আপনার মতো একজন পৃথিবীবিখ্যাত লোকের কিনা এ রকম অসুন্দর একটা ছোট্ট বাড়ি, ছি ছি ছি!’ সক্রেটিস রাগ করলেন না, মনও খারাপ করলেন না। তিনি হেসে উত্তর দিলেন- ‘তাতে কী হয়েছে! আমার সত্যিকারের শুভানুধ্যায়ী বন্ধুরাই তো এটাকে সুন্দর সুন্দর আসবাবপত্র দিয়ে সাজিয়ে বাসযোগ্য করে তুলতে পারেন।’ সক্রেটিসের এত চমৎকার উত্তর শুনে লোকটি বোকা বনে গেলেন। এমনকি লজ্জিতও হলেন। আসলেই তো, মুখে নয়, কাজেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়।