Tuesday, January 14, 2025

বাজারে কারসাজি

অর্থভুবন প্রতিবেদক

ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ খবরে বাজারে ডিমের দামে প্রভাব পড়তেও দেখা গেছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দেয়। প্রতিটি ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা হয় বিধায় খুচরা পর্যায়ে বাজারমূল্য নির্ধারণ করা হয় ১২ টাকা। এরপরও এ দাম কার্যকর না হওয়ায় সোমবার বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির ঘোষণা দেয়। খবরটি রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে ছড়িয়ে পড়লে দ্রুত দাম কমে আসে।

কয়েক বছর ধরেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। ঠুনকো অজুহাতেও অসাধু ব্যবসায়ীরা একেক সময় একেক পণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিচ্ছেন। বাজার তদারকিতে ব্যর্থতার পর যখন পণ্য আমদানির ঘোষণা আসে, দেখা যায় দ্রুত সে পণ্যের দাম কিছুটা কমে আসে। অধিকাংশ ক্ষেত্রেই প্রান্তিক পর্যায়ে উৎপাদনকারীরা বিক্রির সময় ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। আবার খুচরা বাজারে সেই পণ্যই ক্রেতারা অস্বাভাবিক মূল্যে কিনতে বাধ্য হন। মাঝে মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট গড়ে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেন।

অভিযোগ রয়েছে, বাজার পর্যবেক্ষণে নিয়োজিত কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশের কারণেই এসব অসাধু ব্যবসায়ী পার পেয়ে যায়। প্রায় সব দেশেই বাজারে সাধারণত কোনো পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির আগেই গোয়েন্দা সংস্থাগুলো সিন্ডিকেটের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে আগাম সতর্ক করে। আমাদের দেশে এ প্রচলন আছে কি না, তা সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন। নিকট অভিজ্ঞতার আলোকে আমাদেরও এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার। কারণ, বাজার নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ কেন নেওয়া যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার বাজার ব্যবস্থাপনাসংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি কারসাজিতে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশা।

 

 
 
 
 
 
spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here