অর্থভুবন প্রতিবেদক,চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় পুত্রের ভয়ে নিজ বাসভবনে যেতে পারছে না অসুস্থ পিতা। পুত্র চারতলা ভবনের ভাড়াও তুলে আত্মসাৎ করেছে। প্রতিবাদ করায় মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর থেকে ভাতিজার ঘরে আশ্রয় নিয়েছেন তিনি। ভাতিজার আশ্রয়ে থেকে পুত্রের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন পিতা আব্দুর রশিদ (৭০)। তিনি পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস রোডের চান মিয়া সওদাগরের বাড়ির বাসিন্দা মৃত হাজী চান মিয়ার পুত্র। তার অভিযুক্ত পুত্র হলেন মোহাম্মদ সরোয়ার রাজিন (৩২)। পিতার দায়ের করা অভিযোগ শুনানি শেষে আদালতের বিচারক তররাহুম আহমেদ তা আমলে নিয়ে পটিয়া থানাকে মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।