Tuesday, January 14, 2025

বৈদেশিক সহায়তার ছাড় কমেছে, ঋণ পরিশোধের চাপ বেড়েছে ব্যাপক

অর্থভুবন প্রতিবেদন 

চলতি অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) কমেছে বৈদেশিক সহায়তা অর্থ ছাড়ের পরিমাণ। এ মাসে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ৪০ কোটি ৫০ লাখ ডলার। স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৪৫৫ কোটি টাকা। 

এদিকে জুলাই মাসে প্রতিশ্রুতি এসেছে ৫ দশমিক ৩৯ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। চলতি অর্থবছর প্রতিশ্রুতির মধ্যে পুরোটাই ঋণ হিসাবে পাওয়া গেছে। 

ইআরডির তথ্যমতে, অর্থবছরের প্রথম মাসে বৈদেশিক সহায়তায় এগিয়ে আছে জাপান। জাপান এক মাসে অর্থছাড় করেছে ২৫ কোটি ১৮ লাখ ডলার। এরপরের অবস্থানে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিপি)। এক মাসে এডিপি অর্থছাড় করেছে ৭ কোটি ৪ লাখ ডলার। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডা) জুলাই মাসে বৈদেশিক সহায়তা হিসাবে দিয়েছে ৫ কোটি ৭৫ লাখ ডলার। এ ছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ছাড় করেছে ৪ দশমিক ৬০ মিলিয়ন ডলার। ইন্ডিয়া ছাড় করেছে ২ দশমিক ১৮ মিলিয়ন ডলার। এছাড়া অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ছাড় করেছে ১ কোটি ৯১ লাখ ডলার। চায়না ও রাশিয়া অর্থবছরের প্রথম মাসে কোনো অর্থ ছাড় করেনি। 

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ সুদাসলে পরিশোধ করেছে ২৭ কোটি ৫২ লাখ ডলার বা প্রায় ৩ হাজার ২৭ কোটি টাকা। এর মধ্যে সুদ হিসাবে দিয়েছে ১১ কোটি ৫৮ লাখ ডলার এবং আসল পরিশোধ করেছে ১৫ কোটি ৯৩ লাখ ডলার। গত অর্থবছরে একই সময় বাংলাদেশ পরিশোধ করেছে ১৬ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৮৪৮ কোটি টাকা। এর মধ্যে সুদ পরিশোধ করেছে ৬ কোটি ৭ লাখ ডলার এবং আসল পরিশোধ করেছে ১০ কোটি ৭৩ লাখ ডলার। 

 

 
 
 
 
 
spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here