Friday, September 20, 2024

লাখ টাকার কবুতর বিক্রির অস্থায়ী হাট

অর্থভুবন প্রতিবেদক

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে গড়ে উঠেছে কবুতর বিক্রির অস্থায়ী হাট। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কবুতর বেচাকেনা। হাটবারে কয়েক লাখ টাকার কবুতর বিক্রি হয় এখানে। সরেজমিন গতকাল দেখা যায়, রাস্তার পাশে বিভিন্ন জাতের কবুতর বেচাকেনা হচ্ছে। জাতভেদে এক জোরা কবুতর বিক্রি হয় ৪০০ থেকে ২ হাজার টাকায়। বিক্রেতারা জানান, বর্তমানে কবুতরের দাম কম। কারণ হিসেবে বলেন, হঠাৎ খাবারের দাম বেড়ে যাওয়ায় কবুতর বেচাকেনায় ধস নেমেছে। সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের শহিদ উদ্দিন (৪৫) জানান, তিনি প্রায় ১৮ বছর ধরে কবুতর পালন করেন। আগে কবুতরে অনেক লাভ হতো। বর্তমানে তেমন লাভ হচ্ছে না। খাবারের প্রচুর দাম। তাছাড়া আগে কবুতর প্রায়ই বাইরে থেকে খেয়ে আসত। এখন সে সুযোগ নেই। কবুতর পালন একটি নেশা। তাই লাভ না হলেও পালন করছি। গোলড়া এলাকার আবদুল আওয়াল বলেন, এ অস্থায়ী বাজারে গোল্লা, সিরাজি, গিরিবাজ, মুখি, রেসারসহ বিভিন্ন জাতের কবুতর বেচাকেনা হয়। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকার বেপারি ও কবুতর পালনকারীরা এখানে আসেন। শেড না থাকায় তারা রোদ বৃষ্টিতে কষ্ট করেন। পৌর মেয়র রমজান আলী বলেন কবুতর বেচাকেনার জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে।

spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here