Saturday, December 7, 2024

লাখ টাকার কবুতর বিক্রির অস্থায়ী হাট

অর্থভুবন প্রতিবেদক

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে গড়ে উঠেছে কবুতর বিক্রির অস্থায়ী হাট। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কবুতর বেচাকেনা। হাটবারে কয়েক লাখ টাকার কবুতর বিক্রি হয় এখানে। সরেজমিন গতকাল দেখা যায়, রাস্তার পাশে বিভিন্ন জাতের কবুতর বেচাকেনা হচ্ছে। জাতভেদে এক জোরা কবুতর বিক্রি হয় ৪০০ থেকে ২ হাজার টাকায়। বিক্রেতারা জানান, বর্তমানে কবুতরের দাম কম। কারণ হিসেবে বলেন, হঠাৎ খাবারের দাম বেড়ে যাওয়ায় কবুতর বেচাকেনায় ধস নেমেছে। সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের শহিদ উদ্দিন (৪৫) জানান, তিনি প্রায় ১৮ বছর ধরে কবুতর পালন করেন। আগে কবুতরে অনেক লাভ হতো। বর্তমানে তেমন লাভ হচ্ছে না। খাবারের প্রচুর দাম। তাছাড়া আগে কবুতর প্রায়ই বাইরে থেকে খেয়ে আসত। এখন সে সুযোগ নেই। কবুতর পালন একটি নেশা। তাই লাভ না হলেও পালন করছি। গোলড়া এলাকার আবদুল আওয়াল বলেন, এ অস্থায়ী বাজারে গোল্লা, সিরাজি, গিরিবাজ, মুখি, রেসারসহ বিভিন্ন জাতের কবুতর বেচাকেনা হয়। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকার বেপারি ও কবুতর পালনকারীরা এখানে আসেন। শেড না থাকায় তারা রোদ বৃষ্টিতে কষ্ট করেন। পৌর মেয়র রমজান আলী বলেন কবুতর বেচাকেনার জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here