Sunday, September 15, 2024

ইসলামের দৃষ্টিতে আশা ও আত্মপ্রবঞ্চনা

আল্লামা আশরাফ আলী থানবি (রহ.)

মুমিন আল্লাহর রহমতের আশা করে। কোরআনে মুমিনদের আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করা হয়েছে। আবার তাদের চেষ্টা করতেও বলা হয়েছে। তাই মুমিন শুধু আশার ওপর নির্ভর করে বসে থাকবে না।

কেননা আশা দুই প্রকার : ক. আল্লাহর রহমত লাভের আশা, খ. আত্মপ্রবঞ্চনা। মানুষ যদি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে, যথাযথ চেষ্টা করে এবং আমল করে তবে মানুষ রহমতের আশা করতে পারে। আমল না করে শুধু আশার ওপর নির্ভর করা গুরুতর আত্মপ্রবঞ্চনা।

 

আল্লামা ইবনুল কাইয়িম জাওযি (রহ.) বলেছেন, ‘পাপী মানুষের মনে আল্লাহর রহমতের আশা জন্মাতেই পারে না।

’ অর্থাৎ তাদের জন্য আল্লাহর রহমত লাভের আশা উচিত নয়। কেননা আল্লাহর রহমত তাঁর অনুগত বান্দাদের জন্যই। সুতরাং যেসব হাদিসে আল্লাহর রহমতের আশা ও তাঁর প্রতি ভালো ধারণা পোষণের শিক্ষা দেওয়া হয়েছে তা মূলত আমল ও ইবাদতেরই তাগিদস্বরূপ। কেননা আমল ও ইবাদতের মাধ্যমেই আল্লাহর রহমতের আশা ত্বরান্বিত হয়।
 

আল্লাহর ইবাদত ও আনুগত্যের জীবন ছাড়া তাঁর রহমত লাভের আশা আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। এমন ব্যক্তি সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মানুষ! নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য; সুতরাং পার্থিব জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদের প্রবঞ্চিত না করে।’ (সুরা ফাতির, আয়াত : ৫)

মনে রাখতে হবে, আল্লাহ বড় দয়ালু ও দয়াশীল। দয়ার হাত প্রসারিত করে নিজের থেকে তা সংকুচিত করেন না। কিন্তু তা সত্ত্বেও তিনি কারো মুখাপেক্ষী নন।

কোনো এক কবি বলেছেন, ‘যার ইচ্ছা আসুক, যার ইচ্ছা যাক, এই দরবারে কোনো বাধা প্রদানকারী নেই।’

বান্দা যদি হাত টেনে নেয়, তবে তিনিও হাত টেনে নেবেন। কেননা তিনি জবরদস্তি কারো মাথার ওপর নিয়ামতের বোঝা চাপিয়ে দেন না। তাঁর কোনো ঠেকা নেই যে বান্দা চাক বা না চাক তাকে দিতেই থাকবেন। মহান আল্লাহ যেমনটি বলেছেন, ‘আমি কি এ বিষয়ে তোমাদের বাধ্য করতে পারি, যখন তোমরা তা অপছন্দ করো?’ (সুরা হুদ, আয়াত : ২৮)

বহু হাদিসে এসেছে, কোনো ইবাদত শুরু করার পর তা ত্যাগ করলে বোঝা যায় যে বান্দা আল্লাহর রহমতের আশা ত্যাগ করেছে। কোনো ক্ষেত্রে আমল শুরু করার পর তা ছেড়ে দেওয়া মাকরুহের স্তরে পৌঁছে যায়। রাসুলুল্লাহ (সা.) এমন করতে নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.)-কে উদ্দেশ করে মহানবী (সা.) বলেন, ‘হে আবদুল্লাহ! তুমি অমুক ব্যক্তির মতো হয়ো না, সে তাহাজ্জুদ নামাজ আদায় করত, অতঃপর তা ছেড়ে দিয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস : ১১৫২)

হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়, আমল করে তা ছেড়ে দেওয়া রাসুলুল্লাহ (সা.) অপছন্দ করতেন। এই হাদিসের আলোকেই বিজ্ঞ আলেমরা বলেন, আমল শুরু করার পর তা ছেড়ে দেওয়া মাকরুহ। বান্দা আমল শুরু করার পর তা ছেড়ে দিলে আল্লাহও তার সঙ্গে অনুরূপ আচরণ করেন। যেমন—কোনো ব্যক্তি যদি প্রতিদিন কারো কাছে আসে এবং যার কাছে আসে সে তার সাক্ষাতে অভ্যস্ত থাকে। এরপর হঠাৎ যদি যাতায়াত বন্ধ করে দেয়, তবে দ্বিতীয় ব্যক্তি মনে কষ্ট পায়, তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর বিষয়টিও অনুরূপ। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি শারীরিক অক্ষমতা ও অসুস্থতা বা শরিয়ত অনুমোদিত কোনো কারণে আমল ত্যাগ করে, তবে সেটা ভিন্ন কথা। অপারগ ব্যক্তির অন্তরে যদি আল্লাহর মহব্বত ও ভালোবাসায় কোনো ত্রুটি না থাকে, তার ইখলাস ও নিষ্ঠা বজায় থাকে তবে আল্লাহ তাকে পূর্ণ প্রতিদান দেবেন। যেমন—রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর বান্দা যখন অসুস্থ হয় বা সফর করে তখন সুস্থ ও নিজ অবস্থানে থাকাকালীন যে পরিমাণ আমল করত, সে পরিমাণ আমলের সাওয়াব তার আমলনামায় লেখা হয়।’ (সহিহ বুখারি, হাদিস : ২৯৯৬)

আল্লাহ সবাইকে নেক আমল ধারাবাহিকভাবে করার তাওফিক দিন। আমিন।

মাওয়ায়েজে আশরাফিয়া থেকে আলেমা হাবিবা আক্তারের ভাষান্তর

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here