Friday, September 20, 2024

৯২ বছর বয়সে স্কুলে যাচ্ছেন তিনি

অর্থভুবন প্রতিবেদক

সালিমা খান নামের ওই নারী বিদ্যালয়ে গিয়ে এখন পড়তে এবং লিখতে শিখেছেন। তার এই সাফল্য অনেককে অনুপ্রাণিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

১৯৩১ সালের দিকে জন্মগ্রহণ করেন সালিমা। মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে হয়ে যায় তার। কিন্তু তার স্বপ্ন ছিল লেখাপড়া শেখার। উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা সালিমা বলেন, যখন তিনি ছোট ছিলেন তখন তার গ্রামে কোনো স্কুল ছিল না।

ছয় মাস আগে তিনি তার থেকে ৮০ বছরের ছোট শিক্ষার্থীদের সঙ্গে পড়াশুনা শুরু করেন। বিদ্যালয়ে যাওয়ার পথে তার নাত বউ ছিলেন সঙ্গী। সম্প্রতি সালিমার ১ থেকে ১০০ পর্যন্ত গণনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তার গল্পটি ছড়িয়ে পড়ে।

 

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সালিমা বলেন, আমি টাকা গুণতে পারতাম। এই সুযোগে আমার নাতিরা আমার সঙ্গে প্রতারণা করে বেশি টাকা নিয়ে যেত। কিন্তু এখন সেইদিন আর নাই।

২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার প্রায় ৭৩ শতাংশ।

স্কুলের প্রধান শিক্ষিকা প্রতিভা শর্মা বলেন, শিক্ষকরা প্রথমে সালিমাকে পড়াতে ‘দ্বিধাবোধ করেছিলেন’ কিন্তু পড়াশোনার প্রতি তার আগ্রহ দেখে আর দ্বিধা রাখতে পারেননি।

তিনি স্কুলে যাওয়ার পর থেকে তাকে দেখে গ্রামের আরও ২৫ জন মহিলা পড়াশোনা শুরু করেছেন। এর মধ্যে তার দুই পুত্রবধূও রয়েছেন।

spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here