জেন হেলথ থ্রিসিক্সটি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্বের সূচনা হয়েছে। এই চুক্তির লক্ষ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যক্তি ও সামষ্টিক পর্যায়ে স্বাস্থ্যসেবা অর্থায়ন সুবিধা বৃদ্ধি এবং বিতরণে বিপ্লব ঘটানো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. শাফকাত হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং বিভাগ, তাহসিন তাহের, হেড অব রিটেইল সেগমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি, রশিদ রিজওয়ানা, হেড অব উইমেন ব্যাংকিং এবং জেন হেলথ ৩৬০ এর পক্ষ থেকে কায়নাত খান, ডিরেক্টর, অপারেশন এবং সৈয়দ নাজমুস সাকিব, ব্যবস্থাপনা পরিচালক। সংবাদ বিজ্ঞপ্তি।