Monday, September 16, 2024

ত্যাগী নেতা চাই,সামনে কঠিন সময়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সামনে কঠিন সময়। আমরা চাই ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী। কোনো হাইব্রিড আমরা চাই না।’ গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আজানা কারণে দীর্ঘদিন ধরে আটকে আছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটি। সেসব কমিটি দিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে অনুরোধ জানাই।’ তিনি বলেন, ‘কমিটি ঝুলে থাকা উচিত হবে না। যাদের সিএস, আরএস পর্চা আছে তাদের দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সব কমিটি করা হোক।’

জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগসহ ঝুলে থাকা সব কমিটি দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ দেন।

এ সময় সমাবেশে উপস্থিত যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এতদিন বলেছি, কমিটি হয়নি। এবার রাগ করে বলতে হচ্ছে, দ্রুত নারায়ণগঞ্জে কমিটি দাও।’

এর আগে সমাবেশে ২০ হাজারের বেশি নেতাকর্মীর বিশাল মিছিলসহ উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন শামীম ওসমান। এ সময় তার কণ্ঠের সেøাগানে কণ্ঠ মেলান উপস্থিত নেতাকর্মীরা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু প্রমুখ।

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here