Sunday, September 15, 2024

পাখিকে খাইয়ে সুখ

অর্থভুবন প্রতিবেদক

সূর্য তখন উঁকি দিচ্ছে পুব আকাশে। কেউ বের হয়েছে প্রাতর্ভ্রমণে, কেউ বা কর্মস্থলের উদ্দেশে। এর মধ্যেই বিভিন্ন গাছ, ভবনের ছাদ ও বৈদ্যুতিক তারে সারি সারি গাঙশালিকের অপেক্ষা। গামছা কাঁধে হাঁটতে হাঁটতে দোকানে এলেন একজন।

 
ঝাঁপ তুললেন। এরপর বের হলেন খাবারের গামলা নিয়ে। তাঁকে দেখে মাটিতে নেমে এলো ঝাঁকে ঝাঁকে গাঙশালিক। শুরু হলো কিচিরমিচির শব্দে ছোটাছুটি, হুড়াহুড়ি।
 
তিনি গামলা থেকে মাটিতে ছিটিয়ে দিলেন খাবার। মনের আনন্দে মিনিট বিশেক ধরে সেই খাবার খেল পাখিরা। এরপর মনে তৃপ্তি নিয়ে উড়ে গেল দিগ্বিদিক।

 

এই দৃশ্য প্রতিদিন ভোরে দেখা যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে।

 
উপজেলা সদর থেকে বাজারটির দূরত্ব প্রায় ছয় কিলোমিটার। যিনি ২২ বছর ধরে এভাবেই হাজারো পাখিকে আপ্যায়ন করেন তাঁর নাম মিলন ঘোষ; তিনি ঘোষ সুইটসের কর্ণধার। শুরুতে শুধু দই-মিষ্টির দোকান ছিল তাঁর। কয়েক বছর আগে ঘোষ সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউস নামের রেস্তোরাঁও দিয়েছেন। গাড়াগঞ্জ বাজারে দোকান দুটির দূরত্ব প্রায় ১০০ মিটারের মতো।
 
রেস্তোরাঁটি এখন দেখভাল করেন তাঁর বড় ছেলে জয়ন্ত ঘোষ। এখন এই দুই দোকানের সামনেই পাখিকে খাবার দেওয়া হয়। প্রতিদিন ভোরে মিলনকে এই কাজে সহায়তা করেন তাঁর ছেলে।

 

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2023/10.October/14-10-2023/2/kalerkantho-ft-8a.jpgমিলন জানান, তিন ভাইয়ের মধ্যে সবার বড় মিলন। বাবা ছিলেন বর্গাচাষি। নুন আনতে পান্তা ফুরাত সংসারে। অভাবের কারণে স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। বাবার সঙ্গে ফসলের মাঠে ছুটতে হতো। গরুও পালতেন। একসময় চাষবাস ছেড়ে বাড়ি বাড়ি থেকে দুধ কিনে জেলা সদরে নিয়ে বিক্রি করতেন। পরে ভাবলেন, মিষ্টির দোকান দেবেন। সেটা ২০০১ সালের কথা। গাড়াগঞ্জ বাজারে ছোট্ট একটা দোকান ভাড়া নিয়ে দই-মিষ্টি ও নিমকি বিক্রি শুরু করলেন মিলন। দ্রুত তাঁর দই-মিষ্টির সুনাম ছড়িয়ে পড়ল। কয়েক বছরের মধ্যেই ছোট্ট সেই দোকানের পরিসর বেড়েছে। 

 বৃত্তিরানীনগর গ্রামের  বাসিন্দা মিলনের বয়স এখন পঞ্চাশের ঘরে। পাখির প্রতি ভালোবাসা ছেলেবেলা থেকেই। শৈশবে একবার একটা টিয়াও পুষতে চেয়েছিলেন। কিন্তু তাঁর বাবা বলেছিলেন, ‘পাখিকে কখনো খাঁচায় বন্দি করবে না। তোমাকে যদি শিকল দিয়ে বেঁধে রাখি, কেমন লাগবে?’ তাই আর পাখি পোষা হয়নি তাঁর। তবে বাবার কথাটা মনে রেখেছেন। বন্ধুদের অনেকে তখন ফাঁদ পেতে বক, ডাহুক ইত্যাদি শিকার করতেন। মিলন কখনো সেই পথ মাড়াননি। সুযোগ পেলে কুকুর, বিড়ালকেও খাওয়াতেন। 

দোকান দেওয়ার পর শুরুর দিকে মিলন দেখতেন, একঝাঁক পাখি আশপাশের গাছপালায়, বৈদ্যুতিক তারে এমনকি তাঁর দোকানঘরের টিনের ওপর বসে আছে। দোকান খোলার সময় এরা কিচিরমিচির শব্দ করত। প্রথম কয়েক দিন উপেক্ষা করেছিলেন। কিন্তু একদিন সকালে পাখির সেই কিচিরমিচির আওয়াজ শুনে মিলনের মনে হলো, এই শব্দ যেন ক্ষুধার্ত পাখিদের এক ধরনের আর্তনাদ। তখন তিনি নিজের খাওয়ার জন্য আনা মুড়ি-চানাচুর ছিটিয়ে দিলেন সামনের খোলা জায়গায়। আর অমনি চারদিক থেকে পাখি এসে তা খেতে শুরু করল। এই দৃশ্য দেখে মন ভরল মিলনের। পরের দিনও একই কাজ করলেন তিনি। এভাবে একসময় পাখিকে খাবার দেওয়া রুটিনে পরিণত হলো তাঁর। ২২ বছর আগে সেই যে শুরু করেছেন এখনো তা বিরামহীনভাবে চলছে।

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here