অর্থভুবন প্রতিবেদক
ভারতে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান জোহো করপোরেশন জানিয়েছে, তারা ৫৫টিরও অধিক ব্যবসায়িক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ্বব্যাপী ১০ কোটি ব্যবহারকারীকে সেবা প্রদান করছে। বুধবার (৪ অক্টোবর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত বার্ষিক ইউজার কনফারেন্স এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জোহো এশিয়া প্যাসিফিক’র ভাইস-প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার গিবু ম্যাথিউ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ১ বিলিয়ন ডলার বার্ষিক আয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রবৃদ্ধিকালে জোহো সাস সল্যুশনের গ্রাহকদের উদ্ভাবনী প্রযুক্তি ও মূল্যায়ন সরবরাহ অব্যাহত রাখে। চলতি বছর বিশ্ব দেখেছে কীভাবে প্রযুক্তি নিজেই জেনারেটিভ এআই’র সঙ্গে উন্নীত হয়েছে, সেখানে সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে জোহো গ্রাহকদের বাণিজ্যিক প্রয়োজন মেটাতে সেরা প্রযুক্তি নিশ্চিতকরণসহ অসংখ্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এই অগ্রগতির পাশাপাশি জোহো’র পোর্টফোলিওতে বিভিন্ন পণ্য যুক্ত করার মাধ্যমে এশিয়া-প্যাসিফিক ও বাংলাদেশে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়িক কল্যাণ ও ডিজিটাল ট্র্যান্সফর্মেশনে সফটওয়্যার সলিউশনের ভূমিকা এবং জোহো সলিউশনের হালনাগাদ নাগাদ পণ্য প্রদর্শন করা হয়। ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় জোহো’র পণ্য বিশেষজ্ঞদের সঙ্গে বিশেষ গোলটেবিল বৈঠকও অনুষ্ঠিত হয়।