Friday, October 11, 2024

বিচারকের স্বাক্ষর নকল করে আসামিকে অব্যাহতি, গ্রেপ্তার ৫

বগুড়ায় বিচারকের স্বাক্ষর জাল করে একটি মাদক মামলার কার্যক্রম স্থগিত এবং আসামিদের অব্যাহতি দেওয়ার আদেশ তৈরির অভিযোগে আদালতের তিন কর্মচারীসহ পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায়  সোমবার বিকেলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাকছুদুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার ওই পাঁচজনসহ মোট ৯ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তনয় কুমার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশে সোপর্দ করা ব্যক্তিরা হলেন বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী কামরুজ্জামান, একই আদালতের জারীকারক এম এ মাসুদ, ওমেদার হারুন অর রশিদ সাজন, বগুড়া জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত বেঞ্চ সহকারী আব্দুল মান্নান ও বগুড়া শহরতলির গোদারপাড়ার মোক্তার হোসেন।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ মে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা জিআর ৭৯০/২০২০ (সদর) মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল। ওই মামলায় মোট পাঁচজন আসামির মধ্যে প্রধান আসামি আয়েশা আক্তার শিমু জামিন নিয়ে পলাতক ছিলেন। অপর চার আসামি আদালতে হাজির হয়ে সময় প্রার্থনা করেন।

মামলার সাক্ষীরা ওই দিন আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক সময় আবেদন মঞ্জুর করেন।

 
এর পর থেকে ওই মামলার নথি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইতিমধ্যে বেঞ্চ সহকারী কামরুজ্জামান অন্য আদালতে বদলি হন। গত ১৪ অক্টোবর বর্তমান বেঞ্চ সহকারী ফজলুর রশিদ মামলার নথিটি খুঁজে পেয়ে দেখতে পান মামলা শুনানির পর বিচারকের অজ্ঞাতে গত ১৪ মে মাদক মামলার আসামি আবু সাহেদের পক্ষে মামলার কার্যক্রম স্থগিতের আবেদন নথিতে সংযুক্ত করে তা মঞ্জুর করে ওই মামলা থেকে সকল আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশ লেখা রয়েছে।

 

নথি পর্যালোচনা করে দেখা যায়, জালিয়াতি করে উক্ত আদেশটি তৈরি করা হয়েছে।

 
এ ছাড়াও বিচারক মির্জা শায়লার স্বাক্ষরও জাল করা হয়েছে। আদেশটি আদালতের জারীকারক এম এ মাসুদের হাতে লেখা। পরে বেঞ্চ সহকারী কামরুজ্জামান ও জারীকারক এম এ মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, বগুড়া জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত বেঞ্চ সহকারী আব্দুল মান্নান জিআর ৭৯০/২০২০ মাদক মামলার আসামি আবু সাহেদের বাবা। তার (মান্নান) অনুরোধে এবং আর্থিকভাবে লাভবান হয়ে আদালতের ওমেদার হারুন অর রশিদ সাজনের সহযোগিতায় আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে আসামিদের মামলা থেকে অব্যাহতির আদেশ তৈরি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তনয় বলেন, মামলাটি দায়েরের পর পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

 

spot_imgspot_img

মানুষ তার ইচ্ছা পরিমাণ বড় হয়, সময় লাগলেও ভাঙাড়ি বেচে স্বর্ণের বাড়ি!

অর্থভুবন প্রতিবেদক ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন’। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে...

বীর প্রজন্ম একাডেমীর পথচলা শুরু

অর্থভুবন প্রতিবেদক বিশ্বের প্রতিটি নামি ফুটবল ক্লাবের হৃৎপিন্ড আসলে সেই ক্লাবটির অ্যাকাডেমি। খুদে বয়স থেকেই ফুটবলার গড়ার প্রক্রিয়া নিজেদের অ্যাকাডেমির মাধ্যমেই শুরু করে দেয় ক্লাবটি।...

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here