বগুড়ায় বিচারকের স্বাক্ষর জাল করে একটি মাদক মামলার কার্যক্রম স্থগিত এবং আসামিদের অব্যাহতি দেওয়ার আদেশ তৈরির অভিযোগে আদালতের তিন কর্মচারীসহ পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় সোমবার বিকেলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাকছুদুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার ওই পাঁচজনসহ মোট ৯ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তনয় কুমার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশে সোপর্দ করা ব্যক্তিরা হলেন বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী কামরুজ্জামান, একই আদালতের জারীকারক এম এ মাসুদ, ওমেদার হারুন অর রশিদ সাজন, বগুড়া জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত বেঞ্চ সহকারী আব্দুল মান্নান ও বগুড়া শহরতলির গোদারপাড়ার মোক্তার হোসেন।
মামলার সাক্ষীরা ওই দিন আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক সময় আবেদন মঞ্জুর করেন।
নথি পর্যালোচনা করে দেখা যায়, জালিয়াতি করে উক্ত আদেশটি তৈরি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তনয় বলেন, মামলাটি দায়েরের পর পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।