Friday, October 11, 2024

ব্যবসার শুরুতে ৪ ভুল নয়

ব্যবসা শুরু করা চ্যালেঞ্জিং, তবে ব্যবসা যদি এক বছর ধরে রাখা যায়, লস এড়ানো যায় তাহলে নিশ্চিত সফল হতে পারেন। ব্যবসা বা স্টার্টআপ শুরুর আগে সবচেয়ে জরুরি পরিকল্পনা তৈরি করা। নতুন ব্যবসা শুরু করার চাহিদাগুলো খুঁজে বের করুন, এতে আপনার দায়িত্ব ও পরিকল্পনা আরও গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। নতুন ব্যবসায়ীদের কিছু ভুল এড়িয়ে চললে সফলতা সুনিশ্চিত।

ব্যর্থ হতে ভয় পাওয়া

কাজে সবচেয়ে বড় ভুল হয় যদি ব্যর্থতাকে ভয় পায়। ব্যর্থতা আপনার কাজের অসংগতি, ভুলভ্রান্তি, খুঁত, ভুল পরিকল্পনাসহ বিভিন্ন দিক আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাই ব্যর্থতাকে সাফল্যের চাবিকাঠি বলা যায়। যে ব্যর্থতায় ঝাঁপিয়ে পড়তে পারে সেটি তার ভবিষ্যতের ব্যবসায়ের জন্য ইতিবাচক। আর্থ সোর্স অর্গানিকসের সিইও অড্রে ড্যারো বলেছেন, ‘ব্যর্থতাই পারে কীভাবে সিদ্ধান্ত নেবেন এবং ভুলগুলো শুধরে সফল হবেন তা শেখাতে।’

ব্যবসায়িক পরিকল্পনা না করা

অনেক ব্যবসাই মৌলিক পরিকল্পনা ছাড়া শুরু হয়, যদিও পরিকল্পনাকে ব্যবসার প্রাণ বলা যায়। পরিকল্পনা করতে ব্যর্থ হওয়া মানে ব্যবসার সাফল্য থেকে ছিটকে পড়া। তাই শুরুতেই ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা উচিত। ব্যবসার পরিকল্পনা সম্পর্কে ওয়েল কিপড ওয়ালেটের প্রতিষ্ঠাতা ডিকন হেইস বলেন, ‘এটি পরিচালনার খরচ, কেন বিক্রি করতে চান, বিক্রয় টার্গেট, কাস্টমার কারা, কেন পণ্যটি কিনবে বিষয়গুলো নিয়ে বিস্তর পরিকল্পনার পর সিদ্ধান্ত নেওয়া উচিত।’

বাজার বুঝতে না পারা

বাজার বা গ্রাহকদের জন্য কী তৈরি করছেন, কেন করছেন তা বুঝতে সময় না নেওয়া ব্যবসার ভুল। বাজার অ্যানালাইস করে গ্রাহকের চাহিদা বুঝে ব্যবসা শুরু করতে পারলে স্বল্প সময়ে সফল হওয়া যাবে। শুধু দুর্দান্ত পণ্য তৈরি করাই ব্যবসায় সাফল্য আনতে পারে না। মার্কেট ভ্যালু বুঝে যেকোনো ব্যবসায় নামতে পারলে বা পণ্য তৈরি করতে পারলে বাজার ধরা সহজ হবে। চাহিদার তুঙ্গে থাকতে চাইলে বাজার ও গ্রাহকের চাহিদা রিসার্চ করুন। আপনি ছোট-বড় বা মাঝারি, কেমন ব্যবসা শুরু করতে চান সেটার ওপর নির্ভর করেও বাজার অ্যানালাইস করুন। অনেকে বাজারের এমন কিছু পণ্য নিয়ে আসে, যা একটি বড় ব্যবসা গড়ে তোলার জন্য খুব সহায়ক নয়।

নিবন্ধিত না হওয়া

ব্যবসা বা স্টার্টআপের বিভিন্ন ঝামেলা এড়িয়ে চলার জন্যই জরুরি আইনি কাঠামোর মধ্যে থাকা। কিন্তু ব্যবসায়ীরা সবচেয়ে বড় ভুল করে ব্যবসা নিবন্ধন না করে, ট্যাক্স না দিয়ে। নিবন্ধনের মাধ্যমে সঠিক ব্যবসায়িক সত্তা নির্বাচন করা, পণ্য ও সম্পত্তি রক্ষা করা খুবই সহজ। আপনার পণ্যের নামে নকল পণ্য বাজারে নিয়ে এসেছে অন্য কেউ, তখন আইনি জটিলতায় পড়তে হতে পারে। আইনি কাঠামো মেনে চললে এসব জটিলতা থেকে সহজেই রেহাই পাওয়া যায়। তাই একটি ব্যবসা শুরু করার জন্য নিবন্ধন গুরুত্বপূর্ণ।

spot_imgspot_img

মানুষ তার ইচ্ছা পরিমাণ বড় হয়, সময় লাগলেও ভাঙাড়ি বেচে স্বর্ণের বাড়ি!

অর্থভুবন প্রতিবেদক ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন’। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে...

বীর প্রজন্ম একাডেমীর পথচলা শুরু

অর্থভুবন প্রতিবেদক বিশ্বের প্রতিটি নামি ফুটবল ক্লাবের হৃৎপিন্ড আসলে সেই ক্লাবটির অ্যাকাডেমি। খুদে বয়স থেকেই ফুটবলার গড়ার প্রক্রিয়া নিজেদের অ্যাকাডেমির মাধ্যমেই শুরু করে দেয় ক্লাবটি।...

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here