Thursday, September 19, 2024

তরুণদের উদ্যোক্তা হতে চালু হচ্ছে ১০ ‘স্মার্ট ইউনিবেটর’

স্টার্টআপ সংস্কৃতির বিকাশ ও তরুণদের উদ্যোক্তা হতে সহায়তা করতে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইউনিভার্সিটি ইনোভেশন হাব বা ‘স্মার্ট ইউনিবেটর’। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্পের (ডিড) আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনটি ইনোভেশন হাব উদ্বোধন এবং আরো সাতটি বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই অনুষ্ঠানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (৮ জেলায়) প্রকল্পের আওতায় সাতটি জেলায় (নাটোর, কুমিল্লা, নেত্রকোনা, সিলেট, মাগুরা, চট্টগ্রাম ও রংপুর) শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার (১৪ জেলায়)’ প্রকল্পের আওতায় ঢাকা (নবাবগঞ্জ) ও টাঙ্গাইলে এবং ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার (১১ জেলায়)’ প্রকল্পের আওতায় কুষ্টিয়ায় ওই দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এসব স্থাপনায় স্টার্টআপদের জন্য থাকবে নানা সুবিধা।

যে সাতটি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের নির্মাণ কাজ শুরু হচ্ছে সেগুলো হলো : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট); বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী; ব্র্যাক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। এসব স্থাপনার উদ্বোধন উপলক্ষে আইসিটি বিভাগের আওতায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ বলেন, ‘বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক এরই মধ্যে চুয়েট এবং কুয়েটে স্থাপিত আইটি বিজনেস ইনকিউবেটরসহ ১১টি পার্কে কার্যক্রম চলছে। সব পার্কে সম্পূর্ণ বিনা মূল্যে স্টার্টআপ ফ্লোরের ব্যবস্থা রাখা হয়েছে। ডিড প্রকল্পের মাধ্যমে ১০টি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপন করা হচ্ছে এবং উদ্যোক্তা হতে আগ্রহীদের প্রশিক্ষিত করার জন্য স্টার্টআপ স্কেলআপ প্রগ্রাম শুরু করা

হয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবগুলো উদ্ভাবন সংস্কৃতির চর্চা, উদ্যোক্তামূলক মানসিকতার বিকাশ ও সহযোগিতামূলক পরিবেশের প্রসারের লক্ষ্যে কাজ করছে।

শিক্ষার্থীদের জন্য ইনোভেশন হাবের মাধ্যমে যেসব সুবিধা সৃষ্টি করা হয়েছে তাতে এখান থেকেই ফেসবুক-গুগলের মতো বড় বড় প্রডাক্ট বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই কর্মসূচি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রযুক্তিগত উদ্ভাবন আনতে এবং সেগুলো বাণিজ্যিকীকরণের জ্ঞান শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের কাছে স্থানান্তর ঘটবে।

ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান বলেন, ‘গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির বিকাশ এবং ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনোভেশন কার্যক্রম শুরু হয়েছে।’

ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মায়িশা ইসমাত বলেন, ‘এখানকার শিক্ষক ও বিশেষজ্ঞরা প্রথম দিকে আমার আইডিয়াগুলোকে ভালো করে যাচাই করার পরামর্শ দিয়েছিলেন। তাঁদের নির্দেশনায় আমি ক্রমাগত নিজের আইডিয়াগুলোকে সমৃদ্ধ করে চলেছি।

 
ইনোভেশন হাবে অ্যাক্সেস থাকার ফলে আমি দ্রুত প্রোটোটাইপ তৈরি ও সহজেই গ্রাহকদের ফিডব্যাক পেতে পারি।’
spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here