Saturday, February 15, 2025

নতুন মার্কিন শুল্কের বিরুদ্ধে ‘জোর আপত্তি’ চীনের, পাল্টা ব্যবস্থা’ নেওয়ার প্রতিশ্রুতি

চীন রোববার ঘোষণা করেছে যে, তারা বেইজিংয়ের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের বিরুদ্ধে ‘ জোর আপত্তি জানাচ্ছে’ এবং তারা তাদের ‘নিজস্ব অধিকার ও স্বার্থ সুরক্ষিত করতে উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে’।

বেইজিং থেকে এএফপি জানায়, ডোনাল্ড ট্রাম্প শনিবার প্রধান বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা ঘোষণা করে চীনা আমদানি পণ্যের ওপর বিদ্যমান শুল্কের আরও ১০ শতাংশ বেশি শুল্ক আরোপ করার ঘোষণা দেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে ওয়াশিংটনের ‘ভুল কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বেইজিং ‘এটি নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট এবং তারা এর বিরুদ্ধে দৃঢ় আপত্তি জানাচ্ছে।’

বাণিজ্য মন্ত্রণালয় ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ ডব্লিউটিও’র নিয়মাবলীর মারাত্মক লঙ্ঘন’ উল্লেখ করে জানায়, এ নিয়ে বেইজিং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)তে মামলা দায়ের করবে।

মন্ত্রণালয় আরও জানায়, এই শুল্ক ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব সমস্যাবলী সমাধান করতে সহায়ক হবে না, বরং এটি সাধারণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে।’

মন্ত্রণালয় বলেছে, ‘চীন আশা করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি মুহূর্তে শুল্ক দিয়ে অন্যান্য দেশগুলোকে হুমকি না দিয়ে বরং তার নিজের সমস্যা যেমন ফেন্টানিল ইত্যাদি যথাযথ ও যুক্তিসঙ্গতভাবে মোকাবেলা করবে।’

মন্ত্রণালয় আরও জানায়, বেইজিং ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘তাদের ভুল কর্মকাণ্ড সংশোধন করার, চীনের সঙ্গে সমঝোতায় আসার, নিজেদের সমস্যা মোকাবেলার, খোলামেলা আলোচনা চালানোর, সহযোগিতা বৃদ্ধি করার এবং সমান অধিকার, পারস্পরিক সুবিধা ও সম্মানের ভিত্তিতে পার্থক্য নিরসন করার’ অনুরোধ জানায়।

এক পৃথক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধের মধ্যে কেউ জয়ী হয় না।’

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘অতিরিক্ত শুল্ক আরোপের এই পদ্ধতি গঠনমূলক নয় এবং এটি অনিবার্যভাবে মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সহযোগিতাকে প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত করবে।’

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here