Sunday, September 15, 2024

পেট্রল পাম্প মালিক সমিতির হুঁশিয়ারি ৩ সেপ্টেম্বর থেকে তেল উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ানোসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি ও বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩১ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। গতকাল রবিবার দুপুরে ধানমণ্ডির সীমান্ত স্কয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে অ্যাসোসিয়েশনের পেশকৃত তিন দফা দাবি বাস্তবায়ন করে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকবেন।

সংগঠন দুটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, ‘আমাদের দাবিগুলো পুরনো। জ্বালানি তেলের দাম যখন ধাপে ধাপে বাড়ানো হলো, তখন আমাদের কমিশন কমিয়ে দেওয়া হয়। তেলের দাম যদি বাড়ানোই হয়, তাহলে আমাদের কমিশনও বাড়ানো হোক।

বাস্তবতা হলো আমাদের বিনিয়োগ বেড়ে গেছে, সুতরাং আমাদের কমিশনও বাড়াতে হবে।’

তিন দফা দাবির মধ্যে রয়েছে—জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা। পেট্রল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা। ট্যাংক লরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সুস্পষ্ট গেজেট প্রকাশ এবং ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংক লরির ইকোনমিক লাইফের জন্য আলাদাভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

 

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here