গত শুক্রবার পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে নতুন সংস্কার প্যাকেজ উন্মোচন করেছে চীন। পাশাপাশি বাড়ানো হয়েছে রেনমিনবির প্রতিরক্ষা। সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী দেশটির রপ্তানি এবং ভোক্তাদের আস্থা কমেছে। দেশটির এক সময়ের সবচেয়ে শক্তিশালী সম্পদে এখন নতুন করে ঝুঁঁকির উদ্বেগ দেখা দিয়েছে।
চীনের বৃহত্তম ব্যক্তিমালিকানাধীন গৃহনির্মাতা প্রতিষ্ঠান কান্ট্রি গার্ডেন। একসময় দেশের অন্যতম নিরাপদ প্রতিষ্ঠান ছিল এটি। এই মাসে সেই প্রতিষ্ঠানটিও আন্তর্জাতিক ঋণ পরিশোধ করতে পারেনি। প্রতিষ্ঠানটির অর্থ পরিশোধ করতে না পারা রিয়েল স্টেট সেক্টরে ভয়ের সৃষ্টি করেছে।
সিএসআরসি বলেছে, স্টক এবং বন্ড মার্কেটের জন্য বাণিজ্যের সময় বৃদ্ধির বিষয়ে বিবেচনা করা হচ্ছে। ব্রোকারদের জন্য লেনদেন ফি কমানো হতে পারে। এ ছাড়া এটি স্টকমূল্য স্থিতিশীল করার জন্য শেয়ার পুনঃ ক্রয় করতে উৎসাহিত করবে।
শুক্রবারের আগে রেনমিনবিতে একটি স্লাইড বন্ধ করতে জোর দেয় পিপলস ব্যাংক অব চায়না। এর মাত্র তিন দিন পরেই গ্রাহকের আস্থা বাড়াতে অপ্রত্যাশিতভাবে সুদহার কমানো হয়েছে।
শুক্রবারের মধ্যে ব্রোকারদের জন্য ইক্যুইটি লেনদেন পরিচালনার ফি কমানোর বিষয়ে নিশ্চিত করেছে শেনজেনের স্টক এক্সচেঞ্জগুলো। এটি রেনমিনবির জন্য দৈনিক একটি মধ্যপন্থা নির্ধারণ করেছে যেখানে ২ শতাংশ বাণিজ্য করার অনুমতি দেওয়া হয়েছে।
শুক্রবার সিএসআরসির ঘোষণার পরপরই বন্ড বাণিজ্যের জন্য সাংহাই সামান্য ফি কমিয়েছে। এটি স্ট্যাম্প শুল্কেও কাটছাঁট করবে বলে ইঙ্গিত দিয়েছে সিএসআরসি। যদি এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পায় তবে এই নিয়ম সব সিকিউরিটিজের ওপর আরোপ করা হবে।
কমিশন বলছে, স্ট্যাম্প শুল্ক কমানোর বিষয়ে তারা সচেতন। ধারণাটিকে ইতিবাচক হিসেবে নেওয়ার কথা জানিয়েছে। তাদের মতে, বাণিজ্যের খরচ কমাতে এবং বাজার পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখবে এই পদক্ষেপ। সূত্র : ফিন্যানশিয়াল টাইমস।