Sunday, September 15, 2024

চেষ্টা করেও কিছু রোগীকে বাঁচাতে পারি না

অর্থভুবন ডেস্ক

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ বছর এখন পর্যন্ত পাঁচ হাজার ৭১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মারা গেছে ১৩৮ জন। যারা মৃত্যুবরণ করেছে তাদের বেশির ভাগই সাত-আট ঘণ্টা বা ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছে।

ঢাকা মেডিক্যালে যে রোগীরা আসে তাদের বেশির ভাগ খুব জটিল পর্যায়ে আসে।

এ ধরনের রোগীকে চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেন না। এরা সাধারণত বিভিন্ন হাসপাতাল থেকে রেফারেল হয়ে আসে। যেখান থেকে পাঠানো হয় সেখান থেকে তাদের ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসাটুকুও অনেক সময় না দিয়ে পাঠানো হয়। এসব রোগী ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়।
 
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছতে তাদের অনেকটা সময় লাগে। তখন আর চিকিৎসা দেওয়ার মতো কিছু থাকে না। মূলত এখানে এ কারণে মৃত্যুর সংখ্যাটা বেড়ে যায়।

রেফার করার আগে তাই রোগীকে প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে দেওয়া দরকার।

বিশেষ করে ডেঙ্গু রোগীদের স্যালাইন দেওয়ার বিষয় থাকে, এই কাজ সেখান থেকে করে দিলে রোগী অনেকটা ভালো থাকে।

ঢাকার বাইরের রোগীরা যখন আসে তখন আর চিকিৎসাটুকু করার মতো পর্যাপ্ত সময় পাই না আমরা। যদি চিকিৎসা করার সময়টুকু পেতাম সে ক্ষেত্রে হয়তো মৃত্যুটা কমানো সম্ভব হতো। এ বিষয়টি বিবেচনায় রেখে আমরা তাদের জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থাও করেছি। তাদের পাশে থেকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্স নিয়োজিত করা আছে।

আমরা দেখতে চেষ্টা করছি, এতে কোনো ফলাফল পাই কি না।

সাংবাদিকরা প্রায়ই প্রশ্ন করেন, ডেঙ্গু ইউনিট কেন করতে পারিনি। আসলে আমাদের সমস্যা হলো রোগী আসে স্রোতের মতো। শুধু ডেঙ্গু রোগী তো নয়, সব ধরনের রোগী আসে এবং তাদের ভর্তি রাখতে হয়। আমরা যদি সব রোগীকে বিছানা দিই তাহলে রোগী ভর্তির সংখ্যা কমে যাবে। তখন আরেকটা দুর্যোগ তৈরি হবে। অনেক মানুষ চিকিৎসা পাবে না।

আমরা দেখেছি, সব রোগীকে শয্যা দিতে গেলে তিন-চার শর বেশি রোগী ভর্তির সুযোগ থাকে না। কারণ ডেঙ্গু ছাড়া অন্যান্য যে রোগী রেফারেল হয়ে এখানে আসে সারা বাংলাদেশ থেকে, তাদের অবস্থাও জটিল থাকে। তাদের কিন্তু অন্য হাসপাতালও নেয় না। এসব বিবেচনা করে আমরা সব রোগী ভর্তি করি। কোথায় জায়গা পাবে সেটা পরের বিষয়, চিকিৎসাটা আমরা দেওয়ার চেষ্টা করি। একবারে চিকিৎসা না পাওয়া থেকে কিছুটা হলেও তো তারা চিকিৎসা পেল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল হলো রেফারেল হাসপাতাল। আর রেফারেল হাসপাতালে সব সময় মৃত্যু বেশি হয়ে থাকে।

আমাদের হাসপাতালে প্রতিদিন প্রায় চার হাজার নতুন রোগী আসে। এর মধ্যে ৩০ জনের কম মৃত্যু হয়। সে হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্ট্যান্ডার্ড, সেটা আমাদের আছে। আমরা যদি স্ট্যান্ডার্ড চিকিৎসা দিতে যাই, রোগীরা বিছানায় থাকবে, মশারি টানানো থাকবে, একটু আরামে থাকবে। তাহলে মৃত্যুর সংখ্যা আরো বেড়ে যাবে বলে আমাদের মনে হচ্ছে। কারণ অন্য রোগীরা তখন চিকিৎসা পাবে না। সব দিক বিবেচনা করে আমাদের এই হাসপাতালটি চালাতে হচ্ছে। 

ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, পরিচালক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

 

 

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here