Thursday, February 13, 2025

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড ইটস রোল: প্রেজেন্ট অ্যান্ড ফিউচার চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ড. মো. এজাজুল ইসলাম, নির্বাহী পরিচালক (গবেষণা), বিবিটিএর নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন।  বিবিটিএর পরিচালক মো. মেজবাহ উদ্দিন মডারেটর হিসেবে সেমিনারে দায়িত্ব পালন করেন। এতে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হতে পরিচালক পর্যায়ের সর্বমোট ১১৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here