অর্থভুবন প্রতিবেদক
মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনভারসেশন ইভেন্টে’ নতুন কয়েকটি ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে মেটা। এর মধ্যে একটি ফিচার হলো ‘ফ্লোস’। হোয়াটসঅ্যাপ বিজনেসের ফিচারটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ থেকেই ফ্লাইটের সিট বুক করা, খাবার অর্ডার করা বা পার্লারের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফরমে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফিচারটি সবার কাছে পৌঁছে যাবে।
এ ছাড়া সরাসরি চ্যাট থেকে কেনাকাটা করার জন্য চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিসেস। এর ফলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই অ্যাপ দিয়ে অর্থ পরিশোধ করা যাবে। আপাতত ভারতের ব্যবহারকারীরাই শুধু ফিচারটি ব্যবহার করতে পারছে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশন ব্যাজ প্রদান করবে মেটা।
আবেদন করে মেটা ভেরিফায়েড হলে বাড়তি কিছু প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। যেমন ওয়েব সার্চে সহজেই খুঁজে পাওয়া যাবে এমন কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ।
একাধিক ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস পেজ চালানোর সুবিধা মিলবে।
সূত্র : মেটা নিউজরুম