Saturday, July 27, 2024

ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ফ্রেমওয়ার্ক বেবিচক ও আইকাও

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সঙ্গে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে একটি ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ফ্রেমওয়ার্ক সম্পাদিত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে অ্যাভিয়েশন খাতে দক্ষ ও সুপ্রশিক্ষিত জনবল তৈরি করার পথ সুগম হবে।

আইকাও ট্রেইনার প্লাসের সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও আইকাও’র মধ্যে এই ফ্রেমওয়ার্ক সম্পাদিত হয়।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) ফ্রেমওয়ার্কে আইকাও এর পক্ষে সেক্রেটারি জেনারেল হুয়ান কার্লোস সালাজার এবং বেবিচকের পক্ষে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.মফিদুর রহমান সই করেন।

 

এশিয়া এবং প্যাসিফিক (এপিএসি) অঞ্চলের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এর সম্মেলন রবিবার ঢাকায় শুরু হয়। সম্মেলনের তৃতীয় দিনে অ্যাভিয়েশন সেক্টরের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পারিক সহযোগীতা, প্রশিক্ষণ, ব্যবস্থাপনা ও আইকাও এর বিভিন্ন আইনগত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে বেবিচকের এয়ার ট্রাফিক কন্ট্রোলসহ অন্যান্য কারিগরি/অপারেশনাল কাজে নিয়োজিত কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইকাও আরও কার্যকর ভূমিকা পালন করবে।

একই সময়ে আইকাও এবং ফিলিপাইনের মধ্যেও একটি ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ফ্রেমওয়ার্ক সম্পাদিত হয়।

spot_imgspot_img

ইস্ট আম্বার চাল সম্পূর্ণ প্রাকৃতিক

বর্ষার সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ফলে আদি চালের বাইরে সাদা সাদা ইস্ট জমে। এটা মূলত প্রাকৃতিক ইস্ট। যা পাউরুটিকে নরম তুলতুলে...

দক্ষ জনশক্তি গড়তে ১১৭ কোটি টাকা দিল কোইকা

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশকে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

বাকিংহাম প্যালেস : এবার ব্যালকনির পেছনের ঘরটি দেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন বিশেষ বিশেষ দিনে বা ঘটনার ক্ষেত্রে বাকিংহাম প্যালেসের ব্যালকনি থেকে দেশবাসীর সামনে দেখা দিয়ে থাকেন রাজা বা রানিসহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। সে কারণে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here