Saturday, July 27, 2024

সন্তানের স্বীকৃতি চান স্ত্রী

স্বামীর নামে আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা করেছেন স্ত্রী। অতঃপর স্ত্রীর নামে জাল কাবিননামার অভিযোগে মামলা করেছেন স্বামী। উভয় মামলা আদালতে চলমান রয়েছে। এদিকে সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে স্বামীর বাড়িতে স্ত্রী উঠলে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

গত বুধবার বিকেলে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর (হরিপুর) গ্রামে ঘটনাটি ঘটে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বাঘার তুলশিপুর গ্রামের মোহাম্মদ কাফির সঙ্গে চারঘাটের পাটিয়াকান্দি গ্রামের মমেনা খাতুনের ২০২১ সালের ১ মে বিয়ে হয়। বিয়ের পর কাফি তাঁর শ্বশুরের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন শুরু করেন কাফি।

নিরুপায় হয়ে মমেনা খাতুন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে রাজশাহীর আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।

মমেনা খাতুন জানান, গত বুধবার দুপুরে ১৩ মাসের সন্তান আবদুল মোত্তালেবকে কোলে নিয়ে স্ত্রীর মর্যাদা ও সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে তিনি স্বামীর বাড়িতে যান। এ সময় স্বামী মোহাম্মদ কাফি ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেন।

অপরদিকে মোহাম্মদ কাফি বলেন, ‘১০ লাখ টাকার জাল কাবিননামা তৈরি করে আমার নামে আদালতে মিথ্যা মামলা করা হয়েছে।

আমিও বাদী হয়ে জাল কাবিননামার বিরুদ্ধে আদালতে ২০২২ সালের ১৪ আগস্ট মামলা করেছি। মামলা আদালতে চলমান রয়েছে। সন্তান নিয়ে সে আমার বাড়িতে এসেছিল। আমি বলেছি, যা হবে আদালতে হবে। এক পর্যায় আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি।
 

এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার তুলশিপুর (হরিপুর) গ্রামের লেলিন উদ্দিন মতিন বলেন, ‘আমার জানা মতে, উভয়ের পক্ষ থেকে আদালতে মামলা চলমান রয়েছে। তবে মেয়েটি কোলে সন্তান নিয়ে বুধবার তার স্বামীর বাড়িতে আসার পর অনেক লোকজন সেখানে জড়ো হয়েছিল। শেষ পর্যন্ত সে বাড়িতে উঠতে পারেনি।’

spot_imgspot_img

ইস্ট আম্বার চাল সম্পূর্ণ প্রাকৃতিক

বর্ষার সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ফলে আদি চালের বাইরে সাদা সাদা ইস্ট জমে। এটা মূলত প্রাকৃতিক ইস্ট। যা পাউরুটিকে নরম তুলতুলে...

দক্ষ জনশক্তি গড়তে ১১৭ কোটি টাকা দিল কোইকা

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশকে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

বাকিংহাম প্যালেস : এবার ব্যালকনির পেছনের ঘরটি দেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন বিশেষ বিশেষ দিনে বা ঘটনার ক্ষেত্রে বাকিংহাম প্যালেসের ব্যালকনি থেকে দেশবাসীর সামনে দেখা দিয়ে থাকেন রাজা বা রানিসহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। সে কারণে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here