Saturday, July 27, 2024

ওহে ধনকুবের শুভানুধ্যায়ী, আপনার উপর শান্তি বর্ষিত হোক।আমি অল্পতেই তুষ্ট এবং পুরাপুরি আত্মবিশ্বাসী।ফরাসি প্রতিষ্ঠান হার্মেস মালিকে ৬৫০ কোটি ডলারের সম্পদ দেবেন

ফরাসি বিলাসপণ্যের প্রতিষ্ঠান হার্মেস। শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানটির। হার্মেসের এক উত্তরাধিকার ঘোষণা দিয়েছেন, ৫১ বছর বয়সী এক মালিকে দত্তক নেবেন তিনি। এই মালি হবে তাঁর উত্তরাধিকার। তাঁর যে বিপুল সম্পদ রয়েছে, তার একটা বড় অংশ মালিকে দিয়ে যাবেন তিনি।

ফরাসি এই ধনকুবেরের নাম নিকোলা পুয়েশ। তাঁর বয়স ৮০ বছর। মালিকে দত্তক নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তিনি। তাঁর এই ঘোষণা পরিবারসহ অনেককেই অবাক করেছে।

নিঃসন্তান নিকোলা পুয়েশ যে মালিকে দত্তক নিচ্ছেন, তিনি মরক্কোর বংশোদ্ভূত। যে মালিকে পুয়েশ সম্পদের উত্তরাধিকার করে যাচ্ছেন, তিনি তাঁর মোট সম্পদের অর্ধেক পাবেন। এ ক্ষেত্রে মালি প্রায় ৬৫০ কোটি ডলার পাবেন বলে অনুমান করে যাচ্ছে।

পুয়েশের এ সিদ্ধান্তের নেপথ্যে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বনিবনা না হওয়ার বিষয়টি উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। ২০১৪ সালে প্রথমবার এ বিরোধ প্রকাশ্যে আসে। এরপর পুয়েশের সঙ্গে তাঁর পরিবারের ছাড়াছাড়ি হয়। প্রায় ৯ বছর ধরে পরিবারের সবার থেকে পুয়েশ আলাদা।

দাতব্য এই সংস্থাকে নিজের সম্পদ দিয়ে যাওয়ার জন্য উত্তরাধিকার চুক্তি করেছিলেন পুয়েশ। তবে তিনি এখন মালিকে সম্পদের উত্তরাধিকার করতে চাওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে আপত্তি তোলা হচ্ছে। ফাউন্ডেশন বলছে, আইনি দিক থেকে দেখলে পুয়েশের এ সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন। আইনজ্ঞরা বলেন, মালিকে উত্তরাধিকার করতে গেলে পুয়েশকে অনেক কাঠখড় পোড়াতে হবে।

 
spot_imgspot_img

ইস্ট আম্বার চাল সম্পূর্ণ প্রাকৃতিক

বর্ষার সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ফলে আদি চালের বাইরে সাদা সাদা ইস্ট জমে। এটা মূলত প্রাকৃতিক ইস্ট। যা পাউরুটিকে নরম তুলতুলে...

দক্ষ জনশক্তি গড়তে ১১৭ কোটি টাকা দিল কোইকা

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশকে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

বাকিংহাম প্যালেস : এবার ব্যালকনির পেছনের ঘরটি দেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন বিশেষ বিশেষ দিনে বা ঘটনার ক্ষেত্রে বাকিংহাম প্যালেসের ব্যালকনি থেকে দেশবাসীর সামনে দেখা দিয়ে থাকেন রাজা বা রানিসহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। সে কারণে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here