Thursday, February 13, 2025

‘সাহিত্যচর্চা মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

২০ বছর পার করে একুশে পা রেখেছে সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম। ২০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে পত্রিকাটি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে সাহিত্য সম্মেলনের উদ্বোধন এবং কালি ও কলমের প্রতিষ্ঠাবার্ষিকীর মোড়ক উন্মোচন করা হয়।

সম্মেলনে মূল বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

 
এ সময় তিনি বলেন, ‘সব সময়ই মনন বিকাশে সাহিত্যচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুঁজিবাদের আগ্রাসনে পৃথিবী আজ ঝুঁকির মুখে। এই সময় সুস্থ চিন্তা ও মতাদর্শের কোনো বিকল্প নেই। আজকের পৃথিবীকে মুক্ত করতে হলে পুঁজিবাদ বিতাড়িত করতে হবে এবং মতাদর্শের ব্যাপারে কোনো আপস করা যাবে না।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য চিত্রশিল্পী ও ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। আলোচক ছিলেন ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক চিন্ময় গুহ। এ ছাড়া বক্তব্য দেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রকাশক আবুল খায়ের ও সম্পাদক সুব্রত বড়ুয়া।

চিন্ময় গুহ বলেন, ‘আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে কালি ও কলমের প্রয়োজন ছিল।

 
আজকের এই অতি অত্যাধুনিক যুগে আমাদের সব কিছু দখল করে নিয়েছে যন্ত্র। এই যান্ত্রিক পৃথিবীতে এখনো নির্ভয়ে, মাথা উঁচু করে মনন পরিশীলতার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে কালি ও কলম। তাঁদের এই সাহস, এই উদ্যোগকে আমি শ্রদ্ধা করি।’

 

 
 
spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here