২০ বছর পার করে একুশে পা রেখেছে সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম। ২০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে পত্রিকাটি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে সাহিত্য সম্মেলনের উদ্বোধন এবং কালি ও কলমের প্রতিষ্ঠাবার্ষিকীর মোড়ক উন্মোচন করা হয়।
সম্মেলনে মূল বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য চিত্রশিল্পী ও ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। আলোচক ছিলেন ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক চিন্ময় গুহ। এ ছাড়া বক্তব্য দেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রকাশক আবুল খায়ের ও সম্পাদক সুব্রত বড়ুয়া।
চিন্ময় গুহ বলেন, ‘আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে কালি ও কলমের প্রয়োজন ছিল।