Saturday, July 27, 2024

ওদেসায় রাশিয়ার ‘ভয়াবহ’ হামলায় উদ্ধারকর্মীসহ ২০ জন নিহত

ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর নগরী ওদেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে উদ্ধারকর্মী ও রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর এই হামলাকে ‘জঘণ্য’ হিসেবে বর্ণনা করেছেন।
খবর এএফপি’র।
এএফপি’র সাংবাদিকরা ঘটনাস্থলে রাস্তার ওপর কম্বল দিয়ে ঢেকে রাখা লাশ দেখতে পেয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার বিমান থেকে ক্ষেপণাস্ত্র আবাসিক ভবন, অ্যাম্বুলেন্স এবং একটি গ্যাস পাইপলাইনে আঘাত হানে। এতে উদ্ধারকর্মীসহ কমপক্ষে ২০ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছে।
হামলার প্রত্যক্ষদর্শী মারিয়া স্লিজোভস্কা বলেন, দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলার আগে প্রথম দফায় চালানো রকেট হামলায় তার মা’র বাসস্থানের ‘সবকিছু লন্ডভন্ড’ হয়ে যায়।
তিনি এএফপি’কে বলেন সেখানে প্রচুর লোক ছিল। এখন সেখানে কেবল রক্ত আর অ্যাম্বুলেন্স। আমরা রশ বাহিনীর চরম নিষ্ঠুরতার শিকার।

spot_imgspot_img

ইস্ট আম্বার চাল সম্পূর্ণ প্রাকৃতিক

বর্ষার সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ফলে আদি চালের বাইরে সাদা সাদা ইস্ট জমে। এটা মূলত প্রাকৃতিক ইস্ট। যা পাউরুটিকে নরম তুলতুলে...

দক্ষ জনশক্তি গড়তে ১১৭ কোটি টাকা দিল কোইকা

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশকে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

বাকিংহাম প্যালেস : এবার ব্যালকনির পেছনের ঘরটি দেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন বিশেষ বিশেষ দিনে বা ঘটনার ক্ষেত্রে বাকিংহাম প্যালেসের ব্যালকনি থেকে দেশবাসীর সামনে দেখা দিয়ে থাকেন রাজা বা রানিসহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। সে কারণে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here