Saturday, July 27, 2024

সেঞ্চুরিয়ান স্টয়নিসের সামনে অসহায় আত্মসমর্পণ মুস্তাফিজের

 মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিততে শেষ ওভারে ১৭ রান প্রয়োজন পড়ে লক্ষেèৗ সুপার জায়ান্টসের। শেষ ওভারে বোলিং আক্রমনে আসা বাংলাদেশের কাটার মাস্টার ফিজের প্রথম ৩ ডেলিভারিতেই ১৯ রান তুলে লক্ষেèৗকে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের স্বাদ দেন ১২৪ রানের অনবদ্য ইনিংস খেলা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। চেন্নাইয়ের হতাশার ম্যাচে ৩ দশমিক ৩ ওভার বোলিং করে ৫১ রানে ১ উইকেট নেন ফিজ।
গতরাতে নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি ও শিবম দুবের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে চেন্নাই। ১২টি চার ও ৩টি ছক্কায় ৬০ বলে অপরাজিত ১০৮ রান করেন ঋুতুরাজ।
পাঁচ নম্বরে নেমে ২৭ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন দুবে। তার ইনিংসে ৩টি চার ও ৭টি ছক্কা ছিলো।
জবাবে খেলতে নেমে ৩৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে লক্ষেèৗ। নিজের প্রথম ওভারে ৪ রান দিয়ে লক্ষেèৗর অধিনায়ক লোকেশ রাহুলকে শিকার করেন মুস্তাফিজ।
ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে তিন নম্বরে নেমে চেন্নাই বোলারদের উপর চড়াও হন স্টয়নিস। দেবদূত পাডিক্কাল, নিকোলাস পুরান ও দীপক হুদার সাথে তিনটি হাফ-সেঞ্চুরির জুটি গড়ে লক্ষেèৗর জয়ের আশা ধরে রাখেন স্টয়নিস।
শেষ ওভারে ১৭ রানের দরকারে মুস্তাফিজের প্রথম দুই বলে ১টি করে চার-ছক্কা মারেন স্টয়নিস। তৃতীয় ডেলিভারিতে নো-বলে চার আদায় করে নেন তিনি। পরের বলে ফ্রি-হিটে আবারও চার মেরে লক্ষেèৗর জয় নিশ্চিত করেন স্টয়নিস। নিজের দ্বিতীয় ওভারে ১৩ এবং তৃতীয় ওভারে ১৫ রান দেন ফিজ।
মাত্র ৫৬ বলে আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরির ইনিংসে ১৩টি চার ও ৬টি ছক্কায় ৬৩ ডেলিভারিতে অপরাজিত ১২৪ রান করেন স্টয়নিস। আইপিএলের ইতিহাসে রান তাড়ায় কোন ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
এখন পর্যন্ত চলতি টুর্নামেন্টে ৭ ম্যাচে  চতুর্থ সর্বোচ্চ ১২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।
৮ ম্যাচ শেষে ৮ করে পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে চেন্নাই। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে লক্ষেèৗ।

spot_imgspot_img

ইস্ট আম্বার চাল সম্পূর্ণ প্রাকৃতিক

বর্ষার সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ফলে আদি চালের বাইরে সাদা সাদা ইস্ট জমে। এটা মূলত প্রাকৃতিক ইস্ট। যা পাউরুটিকে নরম তুলতুলে...

দক্ষ জনশক্তি গড়তে ১১৭ কোটি টাকা দিল কোইকা

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশকে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

বাকিংহাম প্যালেস : এবার ব্যালকনির পেছনের ঘরটি দেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন বিশেষ বিশেষ দিনে বা ঘটনার ক্ষেত্রে বাকিংহাম প্যালেসের ব্যালকনি থেকে দেশবাসীর সামনে দেখা দিয়ে থাকেন রাজা বা রানিসহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। সে কারণে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here